যদি ঘুম না আসে।
আল্লামা ইকবাল বলেছিলেন - “মানুষ সজাগ কিন্তু সচেতন নয় - কিছুকাল পরে কি ঘটবে তার জীবনে তা মানুষের জানা নেই । অথচ তারাই হাজার বছর বেঁচে থাকার উপায় উপকরণ জোগাড়ে ব্যস্ত।
ছোটবেলা থেকে বড়দের কাছ থেকে একটা্ দোয়া সব সময় শুনে এসেছি দীর্ঘজীবি হও বা আয়ুষ্মান হও। মহান আল্লাহ শুনেছেন এবং দীর্ঘজীবি করেছেন। মহান আল্লাহর অশেষ শুকরিয়া। মানব জীবনের সর্বোচ্চ স্তর পর্যন্ত আল্লাহ পৌঁছিয়েছেন।
সূরা রূমের ৫৪ নং আয়াতে আল্লাহ এরশাদ করেন “ আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতঃপর দুর্বলতার পর শক্তিদান করেন, অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। ”
আল্লাহ্-ই আমাদের অসহায় ও শক্তিহীন অবস্থায় সৃষ্টি করেছেন। শক্তিহীনতার পরে তিনি মানুষকে শক্তি দান করেছেন। তারপরেে আবার শক্তির পরে দেন দুর্বলতা ও শুভ্র মস্তিষ্ক [ বার্ধক্য হেতু ]
এই আয়াতে আল্লাহ্র শক্তি ও জ্ঞানকে অনুধাবন ও চিন্তা করার জন্য উপমার ব্যবহার করা হয়েছে। জাগতিক পৃথিবীতে মানুষের জন্ম ও মৃত্যুকে উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে - দেখানো হয়েছে শক্তির প্রকাশকে হীনশক্তি বা দুর্বল থেকে, আবার শক্তির শেষ পরিণতি হীনশক্তিতে বা অসহায়ত্বে। মানব জন্মগ্রহণ করে অসহায় শিশুরূপে, পরিণত বয়সে যৌবনে সে শৌর্য -বীর্যের প্রতীক, আবার যৌবন বিদায়ে সে অসহায় বৃদ্ধ রূপে রূপান্তরিত হয়। একই মানুষের এই বিভিন্ন অবস্থার মাধ্যমে স্রষ্টা তাঁর জ্ঞানকে প্রকাশ করেছেন। এভাবেই আল্লাহ্ তাঁর বিচক্ষণ পরিকল্পনায় "যাহা ইচ্ছা সৃষ্টি করেন।" তা বাধা দেয়ার ক্ষমতা কারও নাই। তা বিপর্যয় করারও ক্ষমতা কেউ রাখে না।
যাই হোক মহান আল্লাহ আমাকে জীবনকে দেখতে, উপলব্ধি করতে শিখিয়েছেন। বার্ধক্যর সাথে সাথে শারিরীক অক্ষমতা এসে হাজির হয়েছে। মাঝে মাঝে মনে হয় এ সমাজে আর তোমাকে প্রয়োজন নেই। সংসারে বাহুল্য মাত্র। মন খারাপ হয়ে যায়। এই বেঁচে থাকা মাঝে মাঝে অর্থহীন মনে হয়। সত্যি কি তাই? এর ফলে বিশেষ করে রাতে নির্ঘুম কাটাতে হয়। বইয়ের মধ্যে ঘুম খুঁজতে গিয়ে মাওলানা রুমীর কবিতা পড়ছিলাম । এই কবিতাটা খুব ভাল লাগল।
যদি তোমার ঘুম না আসে (মাওলানা রুমি)
যাই হোক মহান আল্লাহ আমাকে জীবনকে দেখতে, উপলব্ধি করতে শিখিয়েছেন। বার্ধক্যর সাথে সাথে শারিরীক অক্ষমতা এসে হাজির হয়েছে। মাঝে মাঝে মনে হয় এ সমাজে আর তোমাকে প্রয়োজন নেই। সংসারে বাহুল্য মাত্র। মন খারাপ হয়ে যায়। এই বেঁচে থাকা মাঝে মাঝে অর্থহীন মনে হয়। সত্যি কি তাই? এর ফলে বিশেষ করে রাতে নির্ঘুম কাটাতে হয়। বইয়ের মধ্যে ঘুম খুঁজতে গিয়ে মাওলানা রুমীর কবিতা পড়ছিলাম । এই কবিতাটা খুব ভাল লাগল।
যদি তোমার ঘুম না আসে (মাওলানা রুমি)
আমার প্রিয় আত্মা,
আজ রাতে যদি তুমি ঘুমাতে না পারো,
তবে তুমি কি মনে করো হতে পারে?
আজ রাতে যদি তুমি ঘুমাতে না পারো,
তবে তুমি কি মনে করো হতে পারে?
তুমি যদি রাতটি কাটিয়ে দাও
এবং ভোরের সাথে মিলিয়ে দাও
তবে তুমি কি মনে করো হতে পারে?
এবং ভোরের সাথে মিলিয়ে দাও
তবে তুমি কি মনে করো হতে পারে?
সারা বিশ্ব যদি পুষ্পে আচ্ছাদিত হয়
যা রোপন করতে
তুমি করেছো অক্লান্ত পরিশ্রম
তুমি কি মনে করো কি ঘটবে তাহলে?
যা রোপন করতে
তুমি করেছো অক্লান্ত পরিশ্রম
তুমি কি মনে করো কি ঘটবে তাহলে?
জীবনের অমৃত,
যা লুক্কায়িত ছিল
এতদিন অন্ধকারে,
তা যদি ভরে দেয়
এ মরু প্রান্তর ও শহরগুলি
তবে তোমার কি মনে হয় ঘটতে পারে?
যা লুক্কায়িত ছিল
এতদিন অন্ধকারে,
তা যদি ভরে দেয়
এ মরু প্রান্তর ও শহরগুলি
তবে তোমার কি মনে হয় ঘটতে পারে?
যদি তোমার বদান্নতা
এবং ভালবাসা দ্বারা
কিছু মানুষ খুঁজে পায় নতুন জীবন,
তাহলে তোমার কি মনে হয় হতে পারে?
এবং ভালবাসা দ্বারা
কিছু মানুষ খুঁজে পায় নতুন জীবন,
তাহলে তোমার কি মনে হয় হতে পারে?
যদি তুমি তোমার
পুরো অমৃত সুধার ভান্ডটি
ঢেলে দাও মাতালদের মাথায়,
তবে তোমার কি মনে হয় হতে পারে?
পুরো অমৃত সুধার ভান্ডটি
ঢেলে দাও মাতালদের মাথায়,
তবে তোমার কি মনে হয় হতে পারে?
প্রিয় বন্ধু আমার,
যাও তাহলে,
ছড়িয়ে দাও তোমার সব ভালোবাসা ।
তোমার শত্রুদের উপর।
এবং তা যদি তাদের হৃদয় করে স্পর্শ,
তাহলে তোমার কি মনে হতে পারে?
যাও তাহলে,
ছড়িয়ে দাও তোমার সব ভালোবাসা ।
তোমার শত্রুদের উপর।
এবং তা যদি তাদের হৃদয় করে স্পর্শ,
তাহলে তোমার কি মনে হতে পারে?
মাওলানা জালালউদ্দীন রুমি ( রহঃ) (ইণ্টারনেট থেকে সংগৃহীত।