সূরা বাকারা, রুকু-৯

 কুরআন পড়ুন, বুঝে পড়ুন

নিজে জানুন, অন্যকে বলুন। 

সূরা বাকারা,  রুকু - ৯। 

দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।

আয়াত ৭২-৮২।  

পাষাণ  হৃদয় নিয়ে বড় হওয়া ।

আয়াত অনুযায়ী আলোচ্য বিষয়:
৭২ ও ৭৩ নং আয়াত : অলৌকিক উপায় হত্যাকারীর পরিচয় উদঘাটন।  
____________________________________________________________________________
(৭২) স্মরণ কর, যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষরোপ করিতেছিলে - যাহা তোমরা গোপন রাখিতেছিলে আল্লাহ তাহা ব্যক্ত করিতেছেন। 
(৭৩)  আমি বলিলাম, 'ইহার কোন অংশ দ্বারা উহাকে আঘাত কর।' এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন  এবং তাঁহার  নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন, যাহাতে তোমরা অনুধাবন করিতে পার। 
____________________________________________________________________________
  • হত্যাকান্ড ও হত্যাকারী সনাক্ত করণের কাহিনীর প্রারম্ভিকা বর্ণিত হচ্ছে।
  • হত্যাকান্ডের ঘটনা সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। 
  • হত্যা করে হত্যাকারী তার পরিচয় গোপন করে রাখে। 
  • মহান আল্লাহ অলৌকিক উপায়ে হত্যাকারীর পরিচয় ফাঁস করেন। 
  •  আল্লাহর অসীম ক্ষমতা ও আখেরাতের পুনরুজ্জীবনের  ইংগিত এ দৃষ্টান্ত থেকে পাওয়া যায়। 
  • মহান আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন তার নিদর্শন এই ঘটনা।
ইহুদীদের গাভী জবাইর কাহিনী ১৮
ইহুদী ধর্মগ্রন্থ অনুযায়ী এক ব্যক্তিকে হত্যা করে মাঠে ফেলে রাখা হয়। কেউই জানতনা হত্যাকারী কে? তারা এক অপরকে দোষারোপ করছিল হত্যাকারী বলে। হত্যাকারী তার পাপ লুকিয়ে রাখতে চেয়েছিল। আল্লাহ নির্দেশ  দিলেন  ত্রুটিমুক্ত একটি মধ্যবয়সী গাভী কুরবানী দিয়ে  তার একটি অঙ্গ  দিয়ে আঘাত করতে। তারা গাভী কেমন হবে - এ প্রশ্ন তুলে  টালবাহানা শুরু করে। গাভীটি জবাই করে তার একটি অঙ্গ দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করা মাত্রই মৃত ব্যক্তি জীবিত হয়ে  তার হত্যাকারীর নাম বলে আবার মৃত্যু বরণ করে। হত্যাকারী  চিহ্নিত করা হয়।  

৭৪ নং আয়াত: পাষাণ হৃদয়।
______________________________________________________________________
(৭৪) ইহার পরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, উহা পাষাণ কিংবা তদপেক্ষা কঠিন। কিছু পাথরও এমন যে, উহা হইতে নদী-নালা প্রবাহিত হয় এবং কিছু এইরূপ যে, বিদীর্ণ হওয়ার পর উহা হইতে পানি নির্গত হয়, আবার কিছু এমন যাহা আল্লাহর ভয়ে ধসিয়া পড়ে । তোমরা যাহা কর আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন। ____________________________________________________________________________
  • মহান আল্লাহ  বনী ঈসরাঈলীদের হৃদয়কে তুলনা করেছেন  শক্ত পাথরের থেকেও শক্ত বলে।
  • কতটুকু শক্ত তা পাথরের সাথে তুলনা করা হয়। 
  • পাথরের ৩টি গুণের কথা বলা হয়েছে:   (১) পথর থেকে ঝর্ণা বের হয়-যা পরবর্তীতে নদীতে রূপান্তরিত হয়। (২) অনেক সময় ঝর্ণার মত বেশী পানি বের না হলেও  পাথর বিদীর্ণ হয়ে অল্প পানি বের হয়।   (৩)  আবার কিছু পাথর আল্লাহ তা'য়ালার ভয়ে উপর থেকে নীচে নেমে আসে। কিন্তু তারা এত শক্ত যে তাদের থেকে কোন পানি বের হয় না। 
  • মানুষ যাই করুক না কেন মহান আল্লাহ তার সব জানেন। 
৭৫ নং আয়াত:  মুমিনদের মনঃকষ্ট দুরীকরণ। 
____________________________________________________________________________(৭৫) তোমরা কি এই আশা কর যে, তাহারা তোমাদের কথায় ঈমান আনিবে-যখন তাহাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে; অতঃপর তাহারা উহা হৃদয়ঙ্গম করার পরও বিকৃত করে, অথচ তাহারা জানে। 
____________________________________________________________________________(৭৬) তাহারা যখন মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, 'আমরা ঈমান আনিয়াছি, আবার যখন তাহারা নিভৃতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, 'আল্লাহ  তোমাদের কাছে যাহা ব্যক্ত করিয়াছেন তোমরা কি তাহাদেরকে বলিয়া দাও? ইহা দ্বারা তাহারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করিবে; তোমরা কি অনুধাবন কর না? 
____________________________________________________________________________(৭৭) তাহারা কি জানে না যে, যাহা তাহারা গোপন রাখে কিংবা ঘোষণা করে নিশ্চিতভাবে  আল্লাহ যাহা জানেন? 
____________________________________________________________________________
  • এখানে  আরবী শব্দ '(আফা তাতমাউনা) বলতে বোঝানো হয়েছে হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি বিশ্বাস স্থাপনকারীদের। 
  • মদীনার মুসলিমদের ধারণা ছিল ইহুদীরা নবী হিসাবে হযরত মুহাম্মদ (সঃ)কে সাদরে গ্রহণ করবে।
  • কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণিত হয় ।
  • মহান আল্রাহ মহানবী (সঃ) এবং মুমিনদের সহানুভূতি জানিয়ে এরশাদ করেছেন, ইহুদীরা ইসলাম গ্রহণ না করলেও অসুবিধা নেই। 
  • কারণ ইহুদীরা আল্লাহর বাণী (তাওরাত) শুনত এবং জেনেশুনে তার বাণীকে বিকৃত করত। 
  • মুসলমানদের সাথে তারা দ্বৈত ভূমিকা পালন করতে থাকে। 
  • সামনা সামনি মুসলমানদের উন্নতিতে আনন্দ প্রকাশ করে কিন্তু অন্তরে তারা হিংসার আগুনে জ্বলতে থাকে। 
  • ঐ সমন্ত লোক যারা অন্যদের তিরস্কার করে তাদের নিভৃতি, অনিভৃতি সব কথাই আল্লাহ জানেন। 
  • ইহুদীদের কপটতা মহানবী (সঃ) এবং মুমিণরা বুঝতে না পারলেও মহান আল্লাহ তাদের সব খবর জানেন। 
  • তাই মুমিনদের মন খারাপ করার কিছু নাই। 
৭৮  নং আয়াত: সাধারণ অশিক্ষিত ইহুদীদর বৈশিষ্ট।
____________________________________________________________________________(৭৮) তাহাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যাহাদের মিথ্যা আশা ব্যতীত কিতাব সম্বন্ধে কোন জ্ঞান নেই, তাহারা শুধু অমূলক ধারণা পোষণ করে। 
____________________________________________________________________________
  • তাওরাত বিকৃতিকারী ইহুদী পন্ডিত ছাড়াও সাধারণ অশিক্ষিত ইহুদী ছিল যারা কিছু জানত না। 
  • তারা কিতাবের প্রকৃত মর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ ছিল। 
  • তারা ছিল কল্পনা বিলাসী এবং নিজেদের খেয়াল-খুশী মত জীবন যাপন করত। 
  • তাদের মিথ্যা আশার কয়েকটি উদাহরণ: 
                    (১) ইহুদী জাতি শুধু আল্লাহর প্রিয় পাত্র। 
                    (২) পরকালে শুধু ই্হুদী জাতি মুক্তি পাবে। 
                     (৩) জান্নাতে যাবে, জাহান্নাসম যাবে না। 
                     (৪) তাদের শাস্তি দেয়া হলেও তা বেশীদিন স্থায়ী হবে না। 

৭৯ নং আয়াত: ইহুদি আলেমদের অনাচার। 
____________________________________________________________________________(৭৯) সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজের হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে, 'ইহা আল্লাহর নিকট হইতে।' তাহাদের হাত যাহা রচনা করিয়াছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহার জন্য শাস্তি তাহাদের। 
____________________________________________________________________________
  • তারা ধর্মকে পার্থিব স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করেছে।
  • ধর্মকে বিক্রী করে সম্পদশালী হচ্ছে। 
  • নিজেরা লিখা কিতাবকে আল্লাহর কাছ থেকে এসেছে বলে প্রচার করে। 
  • ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থরক্ষার জন্য আল্লাহর বিধানের নামে সমাজে বিভ্রান্তি ছড়ায়। 
  • তাদের এই সব অপকর্মের জন্য মহান আল্লাহ তাদের শাস্তি দেবার ধমক দিয়েছেন। 
৮০   নং আয়াত: অলীক ধারণাকে মিথ্যা ঘোষণা । 
____________________________________________________________________________(৮০ ) তাহারা বলে, 'দিনকতক ব্যতীত অগ্নি তাহাদেরকে কখনও স্পর্শ করিবে না। বল, 'তোমরা কি আল্লাহর নিকট হইতে অঙ্গীকার রনয়াছ; অতএব আল্লাহ তাঁহার অঙ্গীকার কখনও ভঙ্গ করিবেন না, কিংবা আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জান না? 
____________________________________________________________________________
  • দোজখের আগুনে তাদের অল্প সময় থাকতে হবে।
  • এই আয়াতে আল্লাহ ইহুদীদের প্রশ্ন করছেন দোযখের শাস্তির ব্যাপারে আল্লাহর কাছ থেকে তারা কোন অভয় বাণী পেয়েছে কিনা? 
  • আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। 
  • ইহুদীরা আল্লাহ সম্পর্কে যা জানে না তাই বলে। 
৮১  নং আয়াত: আল্লাহর সাজা ও পুরস্কারের মাপকাঠি। 
____________________________________________________________________________(৮১) হ্যাঁ, যাহারা পাপকাজ করে এবং যাহাদের পাপরাশি তাহাদেরকে পরিবেষ্টন করে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী  হইবে। 
____________________________________________________________________________

(৮২) আর যাহারা ঈমান আনে ও সত্‌কাজ করে তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হবে। 
____________________________________________________________________________
  • ইচ্ছাকৃতভাবে পাপ কাজ করলে এবং সর্বক্ষণ পাপের মধ্যে নিমজ্জিত থাকলে তার অবস্থান জাহান্নামের আগুনে। 
  • এখান থেকে পলায়নের কোন পথ নেই। স্থায়ীভাবে থাকতে হবে।শাস্তির ক্ষেত্রে ইহুদী জাতির সাথে অন্যান্য জাতির কোন পার্থক্য নেই। 
  • চিরস্থায়ী বেহেশতে প্রবেশের শর্ত হল ঈমান ও সত্‌কাজ। 

আমার অনুধাবন: 

  • মানুষের একটি স্বভাবজাত ধর্ম হচ্ছে ব্যক্তিগত বা সমষ্টিগত ভাবে যে পাপই করুক না কেন তা লুকিয়ে রাখা। কিন্তু পাপ কখনো লুকানো যায় না। কোন না কোন ভাবে তা প্রকাশ পায়। 
  • পাপী যত পাপ কাজ করে এবং যত দিন যায় তার হৃদয় কঠিন থেকে  কঠিনতর হতে থাকে। পাষাণ হৃদয়ে পরিণত হয়। 
  • আল্লাহ ভীরুতা পাষাণ হৃদয়ের মানুষকে অনুতাপের আগুনে দগ্ধ করে পাপীর প্রায়শ্চিত করে। কিন্তু যে জ্ঞান পাপী  তার হৃদয় পাথরের চাইতেও কঠিন। কোন শক্তি সেই হৃদয়কে আল্লাহর ভয়ে ভীত করতে পারবে না। 
  • ইহুদী আলেমদের মত জেনে শুনে মুনাফিকী করা যাবে না। 
  • পৃথিবীর সব মানুষ আল্লাহর কাছে সমান। যে ধর্মেরই হোক না কেন খারাপ কাজের শাস্তি পেতেই হবে। 
  • আল্লাহর  দেয়া পুরস্কার ও শাস্তির মাপকাঠি হচ্ছে ঈমান ও সত্‌কাজ। সতকাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url