আল্লাহর ৯৯টি নাম বাংলা অর্থসহ ফজিলত
আল্লাহর ৯৯টি নাম - আল্লাহর ৯৯টি নাম বাংলা অর্থসহ— "আল্লাহ" নামটি উচ্চারণ করলেই যেন মনের ভিতর একটা প্রশান্তি অনুভব হয়। পবিত্র কুরআন এবং হাদিস মতে মহান আল্লাহ তায়ালার অনেকগুলো গুণবাচক নাম আছে। আর এই গুণবাচক নামগুলো সংখ্যা হলো ৯৯ টি অর্থাৎ আল্লাহর ৯৯টি নাম বাংলা অর্থসহ কেউ পড়তে পারলে অনেক ফজিলত পাবেন।
আল্লাহর ৯৯ নামের তালিকা
আপনারা যদি প্রতিদিন মহান আল্লাহ তায়ালার এই ৯৯টি নাম স্মরন করেন তাহলে আপনাদের নেকির খাতা ফজিলত পূর্ণ হবে ইনশাআল্লাহ্। চলুন তাহলে আর দেরি না করে দেখে নেই আল্লাহর ৯৯টি নাম গুলোঃ
আল্লাহর ৯৯টি নাম
১। এখানে الله - আল্লাহ বাংলা অর্থঃ আল্লাহ। যদি কেউ প্রতিদিন এই নামটি ১০০০ বার পাঠ করে, তবে আল্লাহ আপনার হৃদয় থেকে সমস্ত সন্দেহ এবং অনিশ্চয়তা দূর করবেন এবং দৃঢ় সংকল্প ও বিশ্বাসের ব্যবস্থা করবেন।
২। এখানে لرحمن - আর রাহমান বাংলা অর্থঃ পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়। যিনি প্রত্যেক ফরয (বাধ্যতামূলক) নামাজের পর এই নামটি ১০০ বার পাঠ করবে আল্লাহ তার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন, এবং ভারী হৃদয় থেকে মুক্ত হবে।
৩। এখানে الرحيم - আর-রাহীম বাংলা অর্থঃ অতিশয়-মেহেরবান, অতি দয়ালু। যিনি প্রত্যেক ফজর নামাজের পরে এই নামটি ১০০ বার পাঠ করবে তিনি প্রত্যেকে তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে দেখবেন এবং তিনি সমস্ত দুনিয়াবী বিপর্যয় থেকে নিরাপদ থাকবেন।
৪। এখানে الْمَلِكُ - আল-মালিক বাংলা অর্থঃ সর্বকর্তৃত্বময়, অধিপতি, মালিক। যে ফজরের নামাজের পরে প্রতিদিন এই নামটি বহুবার পাঠ করে সে আল্লাহর অনুগ্রহে ধনী হবে।
৫। এখানে الْقُدُّوسُ - আল-কুদ্দুস বাংলা অর্থঃ নিষ্কলুষ, অতি পবিত্র। প্রতিদিন যদি কেউ এটি ১০০ বার পাঠ করে তবে বিপদ কখনই কাছে আসে না।
৬। এখানে السَّلَامُ - আস-সালাম বাংলা অর্থঃ নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী, ত্রাণকর্তা, দোষমুক্ত। যে ব্যক্তি এই নামটি অসুস্থ ব্যক্তির কাছে ১৬০ বার পাঠ করবে, আল্লাহ তাকে সুস্থ করতে সহায়তা করবেন যিনি এই নামটি ঘন ঘন পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত দুনিয়াবী বিপদ থেকে নিরাপদ রাখবেন।
৭। এখানে الْمُؤْمِنُ - আল-মু’মিন বাংলা অর্থঃ নিরাপত্তা ও ঈমান দানকারী, জামিনদার, সত্য ঘোষণাকারী। এই নামটি ৬৩১ বার পাঠ করলে সে ক্ষতি থেকে নিরাপদ থাকবে।
৮। الْمُهَيْمِنُ - আল-মুহাইমিন বাংলা অর্থঃ পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী, রক্ষক, অভিভাবক, প্রতিপালনকারী। যে গোসল করে দুই রাকাত নামায আদায় করে এবং এই নামটি আন্তরিকভাবে একাগ্রতার সাথে ১০০ বার পাঠ করে, আল্লাহ তার বাহ্যিক ও অভ্যন্তরীণ অবস্থাও পবিত্র করেন।
৯। এখানে الْعَزِيزُ - আল-’আযীয বাংলা অর্থঃ পরাক্রমশালী, অপরাজেয়, সর্বাধিক সম্মানিত, মহাসম্মানিত। যে ব্যক্তি প্রতি ফরজ নামাযের পরে ৪১ বার এই নামটি পাঠ করে সে অন্যের কাছ থেকে প্রয়োজনের বাইরে স্বাধীন হবে এবং অপমানের পরে সম্মান অর্জন করবে।
১০। এখানে الْجَبَّارُ - আল-জাব্বার বাংলা অর্থঃ দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহিমান্বিত। যে এই নামটি বার বার পাঠ করে সে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বাধ্য হবে না, এবং সহিংসতা, তীব্রতা বা কঠোরতার দ্বারা প্রকাশিত হবে না।
আরো পড়ুনঃ ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম
আল্লাহর ৯৯টি নাম বাংলা অর্থসহ
১১। এখানে الْمُتَكَبِّرُ - আল-মুতাকাব্বির বাংলা অর্থঃ নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত, অহংকারী। যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করে তাকে মর্যাদা ও সম্মান দেওয়া হবে। প্রতিটি কাজ শুরুর সময় যদি তিনি এই নামটি বারবার পুনরাবৃত্তি করেন তবে তিনি আল্লাহর অনুগ্রহে সাফল্য অর্জন করবেন।
১২। এখানে الْخَالِقُ - আল-খলিক্ব বাংলা অর্থঃ সৃষ্টিকর্তা, সৃষ্টিকারী। যদি কোন ব্যক্তি টানা ৭ দিন ধরে দৈনিক ১০০ বার এই নামটি পাঠ করে আল্লাহ সেই ব্যক্তিকে সৎ পথে পরিচালিত করার জন্য একজন ফেরেশতা নিয়োগ করে দেন।
১৩। এখানে الْبَارِئُ - আল-বারি বাংলা অর্থঃ সঠিকভাবে সৃষ্টিকারী। এই নামটি কেবলমাত্র ইঙ্গিত দেয় যে আল্লাহ সব কিছু অনুপাতে তৈরি করেছেন।
১৪। এখানে الْمُصَوِّرُ - আল-মুছউইর বাংলা অর্থঃ আকৃতি-দানকারী। ২১ বার এই নামটি পাঠ করুন এবং পানিতে ফুঁক দিয়ে একটানা ৭ দিন এটি চালিয়ে যান। রোজা ভাঙার জন্য পানিটি ব্যবহার করুন। ইনশাআল্লাহ, মহিলারা শীঘ্রই একটি সন্তানের দ্বারা আশীর্বাদ পাবেন।
১৫। এখানে الْغَفَّارُ - আল-গফ্ফার বাংলা অর্থঃ পরম ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। যে এই নামটি বারবার করে পাঠ করবে আল্লাহ তার পাপ ক্ষমা করে দিবেন।
১৬। এখানে الْقَهَّارُ - আল-ক্বাহার বাংলা অর্থঃ কঠোর, মহাপ্রতাবশালী, দমনকারী। যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে আল্লাহ তার মনের ইচ্ছা পূরণ করবেন। তার হৃদয়কে পৃথিবীর আকর্ষণ দূরে রাখা হবে এবং অন্তরে শান্তি লাভ করবে। এই নামটি অন্যায় থেকে মুক্তিও দেয়।
১৭। এখানে الْوَهَّابُ - আল-ওয়াহ্হাব বাংলা অর্থঃ সবকিছু দানকারী, দানশীল, স্থাপনাকারী। এটি ঘন ঘন পাঠ করলে দারিদ্র্য দূর হবে। চশতের নামাজের শেষ সেজদায় এটি ৪০ বার পাঠ করা ব্যক্তিকে অনাহার থেকে মুক্তি দেয়।
১৮। এখানে الرَّزَّاقُ - আর-রজ্জাক্ব বাংলা অর্থঃ রিযিকদাতা। যে ব্যক্তি এই নামটি বারবার পাঠ করবে তাকে আল্লাহ তায়ালা রিযিক দান করবেন।
১৯। এখানে الْفَتَّاحُ - আল ফাত্তাহ বাংলা অর্থঃ বিজয়দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী, প্রারম্ভকারী। যে এই নামটির বারবার পাঠ করবে তার হৃদয় উদার হবে এবং তাকে বিজয় দেওয়া হবে।
২০। এখানে الْعَلِيمُ - আল-আ'লীম বাংলা অর্থঃ সর্বজ্ঞ, মহাজ্ঞানী। যে ব্যক্তি এই নামটি অধিক পাঠ করবে স্বর্গের আলো দ্বারা তার হৃদয় আলোকিত হবে।