আয়াতুল কুরসি (ayatul kursi) বাংলা উচ্চারণ ও অর্থসহ পড়া কেন জরুরি?
আয়াতুল কুরসি এই নামটি সম্পর্কে জানে না বা নামটি শুনেনি এমন মুসলিম সারা বিশ্বে খুজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কেননা যে ব্যক্তি মুসলিম হিসাবে জন্ম গ্রহন করেছে সে অবশ্যই জানে এই আয়াতুল কুরসি ayatul kursi সম্পর্কে।
আমরা অনেকেই জানি আবার কেউ কেউ নাও জানতে পারি যে আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনের দ্বিতীয় এবং সব থেকে বড় সূরা আল-বাক্বারার ২৫৫ তম আয়াত। এটি কোরআনের সব থেকে প্রসিদ্ধ আয়াত এবং বিভিন্ন আলেমগন একে সর্বশ্রেষ্ঠ আয়াত হিসাবে মান্য করেন।
আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে বলে শেষ করা যাবে না। আয়াতুল কুরসি Ayatul Kursi Surah এই আয়াতটিতে সমগ্র মহাবিশ্বের উপর আল্লাহর একক এবং জোরাল ক্ষমতার ঘোষণা করা হয়েছে। এছাড়াও আয়াতুল কুরসি এর মাধ্যেমে দুষ্টু আত্মা (জিন) দূর করা করা যায় খুব সহজেই। এই জন্য সব থেকে শক্তিশালী একটি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি Ayatul Kursi Surah।
আমরা অনেকেই মুসলিম হলেও আরবি না জানার সংখ্যাও কিন্তু কম নয়। তাই যারা আরবি জানেন না, আপনাদের সুবিধার্থে এই আর্টিকেলে আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ ও অর্থসহ আয়াতুল কুরসির ফজিলত সঠিক ভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
আয়াতুল কুরসি আরবি । Ayatul Kursi Benefit। ayatul kursi in bengali
আয়াতুল কুরসি আরবি ও বাংলা উচ্চারণ (Ayatul Kursi Surah)
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ لَا تَاْخُذُهٗ سِنَةٌ وَّلَا نَوْمٌؕ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ مَنْ ذَا الَّذِىْ يَشْفَعُ عِنْدَهٗۤ اِلَّا بِاِذْنِهٖؕ يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْۚ وَلَا يُحِيْطُوْنَ بِشَىْءٍ مِّنْ عِلْمِهٖۤ اِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَۚ وَلَا يَـــُٔوْدُهٗ حِفْظُهُمَا ۚ وَ هُوَ الْعَلِىُّ الْعَظِيْمُ
(ayatul kursi in bengali) আয়াতুল কুরসি বাংলা উচ্চারণঃ আল্লা-হু লাইলা-হা ইল্লা-হুওয়া আল হাইয়ুল কাইয়ূমু লা-তা’খুযুহূ ছিনাতুওঁ ওয়ালা-নাওমুন লাহূ মা-ফিছ ছামা-ওয়া-তি ওয়ামা-ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা‘উ ‘ইনদাহূইল্লা-বিইযনিহী ইয়া‘লামুমা-বাইনা আইদীহিম ওয়ামা-খালফাহুম ওয়ালা-ইউহীতূনা বিশাইইম মিন ‘ইলমিহীইল্লা-বিমা-শাআ ওয়াছি‘আ কুরছিইয়ুহুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়ালা-ইয়াঊদুহু হিফজু হুমা-ওয়া হুওয়াল ‘আলিইয়ূল ‘আজীম।
(ayatul kursi surah in bengali) আয়াতুল কুরসি বাংলা অর্থঃ আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও যমীনে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছ এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোন কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আসমান ও যমীনকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
আরেকটি কথা আপনাদের না বললেই নয়, সেটি হচ্ছে যে বাংলা ভাষা দিয়ে ১০০% শুদ্ধ আয়াতুল কুরসি তেলাওয়াত করা সম্ভব নয়। আর তাই যদি সম্ভব হয় আপনি অত্যন্ত সহজ ভাষা ayatul kursi in arabic আরবি অতি সিগ্রই শিখে ফেলুন।
কারন আমরা সকলেই জানি কোরআন সর্বশ্রেষ্ট আসমানি কিতাব। আর এই কোরআনের মদ্ধেই আল্লাহ সকল নেয়ামত রেখেছে, আমাদের এই নেয়ামত ভোগ করতে হলে অবশ্যই নিয়মিত কোরআন পাঠ করতে হবে।